ভাণ্ডারিয়ার ইকড়িতে জাতীয় পার্টি সমর্থীত প্রার্থী  আব্দুল হাই চেয়ারম্যান নিবার্চিত

ভাণ্ডারিয়ার ইকড়িতে জাতীয় পার্টি সমর্থীত প্রার্থী  আব্দুল হাই চেয়ারম্যান নিবার্চিত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়ন পরিষদ নিবার্চনে জাতীয় পার্টি-জেপি সমর্থীত(স্বতন্ত্র) প্রার্থী ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপির যুগ্ম আহবায়ক এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক ইকড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার ২ হাজার ৬৩৩ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে পুনরায় চেয়ারম্যান নিবার্চিত হয়েছে।

গতকাল বুধবার অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নিবার্চনে ঐ ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্র ও ৫২টি বুথে ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহণ সুষ্ঠ ও শান্তিপূর্ণ অনষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. হুমায়উন কবির পেয়েছে ৩ হাজার ৭৬৯ভোট এবং  আব্দুল হাই হাওলাদার পেয়েছে ৬হাজার ৪০২ভোট। ২ হাজার ৬৩৩ ভোট বেশি পেয়ে বেসরকারি ফলাফলে আব্দুল হাই হাওলাদার দ্বিতীয় বারের মত ঐ ইউনিয়নের চেয়ারম্যান নিবার্চিত হয়। 

উল্ল্যেখ; এ উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে এর পূর্বে ৭নম্বর গোরীপুর ইউনিয়ন, ৫নম্বর ধাওয়া ইউনিয়ন ও ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নিবার্চনেও জাতীয় পার্টি জেপি মনোনিত প্রার্থী চেয়ারম্যান নিবার্চিত হয়। ইকড়ি ইউনিয়ন নিয়ে মোট ৪টি ইউনিয়নে জেপিসমর্থিত  প্রার্থী চেয়ারম্যান নিবার্চিত হয় দুই টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রার্থীরা বিজয়ী হয় এখন সবার নজর আর আগ্রহ পৌরসভার নির্বাচনের দিকে।